নোংড়া পরিবেশের কারণে স্বপ্নকে ১৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

অতিরিক্ত দামে সবজি বিক্রি করার অপরাধে সুপার শপ ‘স্বপ্ন’র শিবগঞ্জ শাখাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার বিকেলে নগরীতে সিলেট জেলা প্রশাসন পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু সাফায়াত মো. সাহেদুল ইসলাম জানান, নোংরা পরিবেশে খাবার রাখা, প্রতি কেজি ৫০ টাকায় ক্রয়কৃত পটল ৬৭ টাকা এবং প্রতি কেজি ৪৩ টাকা করে ক্রয়কৃত বরবটি ৫৯ টাকা দরে বিক্রি করার দায়ে স্বপ্নকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত চালিয়ে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মার্জান। অভিযান আব্যাহত থাকবে এবং কঠোরভাবে পরিচালিত হবে বলেও জানান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার স্বপ্নের শিবগঞ্জ শাখাকে ৬২ হাজার টাকা জরিমানা করে র‌্যাব পরিচালিত মোবাইল কোর্ট।