নিজস্ব প্রতিবেদক :
সিলেটর দক্ষিণ সুরমার শ্রীরামপুর পয়েন্টে চোরাই মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পালসার মোটরসাইকেল ১৩৫সিসি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেল নং সিলেট ল ১১-৮৬৬৪।
আটককৃতরা গোলাপগঞ্জ কানিশাইল এলাকার শানু মিয়া, সাজ্জাদুল ইসলাম সহিদ (২২), গোলাপগঞ্জ, টিকরবাড়ীর মল্লিক মিয়া ছেলে এমরান আহমদ নাবিল (২০) ও গোলাপগঞ্জ কানিশাইল এলাকার আব্দুল শুকুর উদ্দিন এর ছেলে রুবেল আহমদ(২২)।
সিলেট মেট্রোপলিটন পুলিশ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোগলাবাজার থানা পুলিশ রোববার রাতে দক্ষিণ সুরমার শ্রীরামপুর পয়েন্টে অভিযান চালায়।
মোগলাবাজার থানা পুলিশ এ ব্যাপারে গোলাপগঞ্জ থানা পুলিশকে সংবাদ দিলে তারা মোগলাবাজার থানায় হাজির হয়। তারা আসামীদের ও চোরাই মোটর সাইকেল সনাক্ত করে এবং তাদের থানা এলাকাধীন হতে উক্ত মোটর সাইকেল চুরি করে আনিয়াছে বলে জানায়। এ সংক্রান্তে মোগলাবাজার থানায় ডায়রী করে চোরাই মোটর সাইকেলসহ আসামীদেরকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।