বালাগঞ্জের প্রবীন শিক্ষক আব্দুল জলিল আর নেই

বালাগঞ্জ প্রতিনিধি :

বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক, স্থানীয় আলাপুর নিবাসী মো. আব্দুল জলিল (লোদা স্যার) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি শনিবার ভোরে মসজিদে ফজরের নামাজ শেষে বাড়ি ফিরে সকাল সাড়ে ৬টার সময় আকস্মিক ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭৫বছর।

এদিকে শনিবার বিকাল সাড়ে ৫টার সময় আলাপুর নতুন জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। জানাযার নামাজে দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ফ.ম শামীম, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দুদু মিয়া, নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিকন্দর আলী, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এ- কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, নলজুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসিদ আলী, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফ আলী খাঁন, গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, সাধারণ সম্পাদক এসএম হেলাল, সাংবাদিক এমএ কাদিরসহ মরহুমের সহকর্মী শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য লোকজন শরিক হন।

তিনি কর্মজীবনে স্থানীয় দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি স্থানীয় নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়েও দীর্ঘদিন শিক্ষকতা করেন। ব্যক্তিগত জীবনে সৎ, নিষ্ঠাবান, অমায়িক এ শিক্ষককের আকস্মিক মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।