বালাগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানে জরিমানা

বালাগঞ্জ প্রতিনিধি :

বালাগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং’র আওতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। শনিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হকের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়।

উপজেলা সদর বালাগঞ্জ বাজারে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযানকালে ভোক্তা অধিকার আইন-২০০৯’র আওতায় স্থানীয় কাজল মিয়ার ফলের দোকানে নগদ ২ হাজার টাকা এবং মনোয়ার মিয়ার ফলের দোকান ও রবীন্দ্র মিষ্টান্ন ভা-ারে ৫শ টাকা করে আরও ১ হাজার, মোট ৩হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় খাবার অনুপযোগী বিভিন্ন ফলমুল ও মিষ্টান্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। এ সময় বালাগঞ্জ থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হক আলাপকালে এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ভোক্তা অধিকার নিশ্চিত করতে বাজার মণিটরিং অব্যাহত থাকবে।