রায়খাইল সাংস্কৃতিক সংস্থার খাদ্য সামগ্রী বিতরণ

ডেস্ক রিপোর্ট :

পবিত্র রমযান মাস উপলক্ষে অর্ধ শতাধিক পরিবারের মধ্যে চাল বিতরণ করেছে রায়খাইল সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা।

শনিবার বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামে প্রায় অর্ধশতাধিক গরীব অসহায় দুস্থ পরিবারের মধ্যে এক বস্তা করে চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে রায়খাইল সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি শরীফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মামুনুর রশীদ মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অয়েস্টার কোম্পানী এন্ড ফিশারীজ লিমিটেডের চেয়াম্যান আব্দুল হাই চৌধুরী বাবুল, সংস্থার উপদেষ্টা আমীরুল ইসলাম চৌধুরী এনাম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী লোকমান হোসেন চৌধুরী ফাহাদ, ইউ পি সদস্য আফতাব উদ্দিন, সৈয়দ রাহুল, সংস্থার সহ সভাপতি মাহফুজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন সুমন, সহ সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরী মাহির, অর্থ সম্পাদক সৈয়দ আমীনুল হক ও সদস্য ছানু মিয়া।