ইচ্ছা পূরণের ইফতার সামগ্রী বিতরণ

ডেস্ক রিপোর্ট:

আর্তমানবতার সেবায় নিয়োজিত ইচ্ছা পূরণ সামাজিক সংগঠন সিলেটের উদ্যোগে ও বিশিষ্ট ব্যবসায়ী আলি আহমদের সহযোগীতায় সিলেট রেলওয়ে স্টেশনের সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ইচ্ছা পূরণ পাঠশালার শিক্ষার্থীদের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শনিবার বিকেলে সিলেট রেলওয়ে স্টেশনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর এর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহি, তৃনমূল নারী উদ্দোক্তা সোস্যাইটি সিলেট জেলার সহ সভাপতি হাসিনা আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী আলি আহমদ প্রমুখ।

এ সময় সংগঠন এর মধ্যে উপস্থিত ছিলেন ইচ্ছা পূরণ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা রেশমা জান্নাতুল রুমা, সদস্য মো. জাহিদ আহমদ, আতিকুর রহমান, মোহাম্মদ আজিজুর রহমান, শ্যামা জান্নাতুল রিনা, আফজাল আহমদ, রবিউল ইসলাম রবি, মিজানুর রহমান ও মোঃ রাসেল মিয়া প্রমুখ।