কদমতলী সিএনজি মালিক সমিতির আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট :

সিলেট জেলা অটোরিক্সা সিএনজি মালিক সমিতি রেজি: নং-চট্ট ২৭৮৫ এর অন্তর্ভুক্ত কদমতলী উপ-কমিটির কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা গত ১৪ মে সোমবার রাতে দক্ষিণ সুরমার কদমতলীস্থ দুলাল ম্যানশনে অনুষ্ঠিত হয়।

কদমতলী উপ-কমিটির সভাপতি নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজী তৌফিক বকস লিপন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিএনজি মালিক সমিতি কদমতলী উপ-কমিটির প্রধান উপদেষ্টা সিসিকে’র সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান। উদ্বোধকের বক্তব্য রাখেন সিলেট জেলা অটোরিক্সা সিএনজি মালিক সমিতির সভাপতি শাহ দিলওয়ার। বক্তব্য রাখেন সিলেট জেলা অটোরিক্সা সিএনজি মালিক সমিতির সহ সভাপতি জামিল আহমদ লিটন, ইকবাল আহমদ শাহাব, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক জামাল আহমদ, বুলবুল আহমদ, অর্থ সম্পাদক হানিফ মিয়া, প্রচার সম্পাদক আনছার আলী, কার্যকরী সদস্য আব্দুল কুদ্দুছ এহিয়া, সদস্য জাকির খান। উপস্থিত ছিলেন কদমতলী উপ-কমিটির সহ সভাপতি মোঃ আলমগীর আলম, সহ সম্পাদক মোঃ কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক অলক দেব, কোষাধ্যক্ষ রায়হান আহমদ, প্রচার সম্পাদক সেলিম আহমদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন উপ-কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন কদমতলী জামে মসজিদের ইমাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগঠন শুধু নিজেদের স্বার্থে নয়, অসহায় দরিদ্র মানুষ এবং প্রবীণ মালিক ও শ্রমিকদের সার্বিক সহযোগিতা করার লক্ষ্যেই প্রতিষ্ঠাকাল থেকে কাজ করে যাচ্ছে। সততা ও শৃঙ্খলার মাধ্যমে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে সকলকে আন্তরিক হতে হবে। বিজ্ঞপ্তি