সিকৃবিতে কর্মকর্তা পদে বাছাই পরীক্ষা স্থগিত

নিজেস্ব প্রতিবেদক :

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পদে বাছাই পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে এ বাছাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাছাই স্থগিতের বিষয়টি জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম জানান, অনিবার্য কারণবশতঃ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পদে বাছাই পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার পরিবর্তিত সময়সুচি যথাসময়ে জানানো হবে।