লক্ষীপাশায় স্কুল ব্যাগ ও ঔষধ বিতরণ

ডেস্ক রিপোর্ট :

গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশায় এলজিএসপি’র বরাদ্দ থেকে ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ ও কমিউনিটি ক্লিনিকদের মধ্যে ঔষধ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত ১৫ মে মঙ্গলবার দুপুরে লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ মিলনায়তনে ইউনিয়নের ১৩টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ও ৩টি কমিউনিটি ক্লিনিকে স্কুল ব্যাগ ও ঔষধ বিতরণ করা হয়। লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ মুসনের সভাপতিত্বে ও ইউনিয়ন সচিব মোহাম্মদ আব্দুল মুনিম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আব্দুল করিম মানিক।

পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য আতিকুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সদস্য রুহেল আহমদ, জামিল আহমদ ও তারেক আহমদ। এছাড়া ইউনিয়নের সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউনিয়নের এলজিএসপি-৩ এর বরাদ্দ থেকে ১৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণীর ১ম, ২য় ও ৩য় স্থান রোলধারীদের স্কুল ব্যাগ ও ৩টি কমিউনিটি ক্লিনিকে ঔষধ বিতরণ করা হয়।