জগন্নাথপুরে মিরপুর ইউনিক যুব সংঘের ইফতার সামগ্রী বিতরণ

ডেস্ক রিপোর্ট :

পবিত্র মাহে রমজান উপলক্ষে জগন্নাথপুরের অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী খাবার বিতরণ করেছে মীরপুর ইউনিক যুব সংঘ। আর্ত-মানবতার কল্যানে কাজ করার মহান লক্ষ্য নিয়ে গঠিত জগন্নাথপুর উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি প্রতি বছরের ন্যায় এবারও ইফতার সামগ্রী বিতরণ করে ।

মঙ্গলবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ১৩৫ টি গরীব ও দুস্থ পরিবারের মাঝে খাবার সামগ্রী তুলে দেয়া হয়। এছাড়া অনুষ্ঠানে একটি পরিবারকে ঘর নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি এম এম সুহেল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী জাকারিয়া আবু ও সহ-সভাপতি জুবেদ আলী লখনের পরিচালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ৩নং মিরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হলিয়ারা পাড়া সুন্নিয়া কাদরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ময়নুল ইসলাম পারভেজ, বিশিষ্ট সমাজ সেবক নুরুল ইসলাম, মিরপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুজ জাহের।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিক যুব সংঘের সাবেক উপদেষ্টা মস্তফা আলী, নুরুল আমিন সুজা, মহিব উদ্দিন সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাজী রাসেল আহমদ, সাবেক অর্থ সম্পাদক ইমাজ উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ হাবিবুর রহমান, অর্থ সম্পাদক তোফায়েল আহমদ জীবন, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নজম উদ্দিন, প্রচার সম্পাদক নুরুল ইসলাম নুনু, অফিস সম্পাদক আব্দুল কাহার, সদস্য নুর ইসলাম, দিলু মিয়া, আব্দুল বারিক, মঞ্জু মিয়া, ফরহাদ মিয়া ও শাহিন মিয়া প্রমুখ।