ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রশিক্ষণ সম্পন্ন

ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রশিক্ষণ সম্পন্ন

ডেস্ক রিপোর্ট :

সিলেট শহরের খাদিম পীরের বাজারস্থ ব্র্যাক লার্নিং সেন্টারে গত মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই দিন ব্যাপী ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে ওয়ার্ড কমিটির নেতা ও সদস্যবৃন্দকে নিয়ে নেতৃত্ব ও সাংগঠনিক উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণ সম্পন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছাঃ রেবেকা বেগম রেনু। আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ফিল্ড কো-অর্ডিনেটর কবির হোসেন, ট্রেনিং অফিসার ফরহাদ আহমদ, মনিটরিং অফিসার মোঃ শাহেদ উজ জামান, সিলেট সিটি কর্পোরেশনের ৬টি ওয়ার্ডের সচিবসহ মোট ৩০ জন কমিউনিটি নেতা ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।