সফির উদ্দিন হাইস্কুলে পুরস্কার বিতরণ সম্পন্ন

ডেস্ক রিপোর্ট :

সিলেট সদর উপজেলার সফির উদ্দিন হাইস্কুল এন্ড কলেজের আন্তঃ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ বুধবার দুপুরে সম্পন্ন হয়েছে।

কলেজের অধ্যক্ষ বজ্র গোপাল দে চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অসিম কুমার তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন। উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য মোঃ সলিম উল্লাহ, আছাব উদ্দিন, আকবর আলী, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, ইউপি সদস্য কাছা মিয়া প্রমুখ।