কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট :

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল সোমবার এক বিক্ষোভ মিছিল কোম্পানীগঞ্জের টুকেরবাজার থেকে বের হয়ে বৌবাজার এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজি সাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর এর পরিচালনায় বিক্ষোভ পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক লাল মিয়া, সহ প্রচার সম্পাদক ডাঃ খোকন রঞ্জন দে, সহ যুব বিষয়ক সম্পাদক সুলেমান তালুকদার, উপজেলা যুবদল নেতা গিয়াস উদ্দিন, রজন মিয়া, বাবুল মিয়া, উপজেলা ছাত্রদল নেতা হাবিবুর রহমান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।