স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

 

ডেস্ক রিপোর্ট :

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সালন ও মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন করা হয়।

কমিটিতে ডা. রুকন উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও ডা. এম.এ আজিজ চৌধুরীকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক ডা. বাছিরুল ইসলাম টিপু ও ডা. মো. হোসেন রবিন, সদস্য ডা. আফজাল মিয়া, ডা. একেএম হাফিজ, ডা. জামিল আহমেদ, ডা. পিকে দাস, ডা. মুর্শেদ আহমদ চৌধুরী, ডা. তৌহিদুল ইসলাম এমদাদ, ডা. একিউএম আব্দুল হাই বেলাল, ডা. অসীম রঞ্জন রায়, ডা. ফয়েজ উদ্দিন, ডা. এসএম হাবিবুল­াহ সেলিম, ডা. স্বাধীন কুমার দাস, ডা. আশিক আনোয়ার বাহার, ডা. আবুল ফয়েজ আলী আহমেদ, ডা. শংকর কুমার রায়, ডা. আবু সাঈদ আব্দুল­াহ মুকুল, ডা. তৌহিদুল ইসলাম কলে­াল, ডা. সুনির্মল বিশ্বাস, ডা. আ.ফ.ম রেজাউল ইসলাম মোনায়েম, ডা. মো. আদনান চৌধুরী, ডা. প্রশান্ত সরকার, ডা. মনিরুজ্জামান আহমেদ, ডা. অলিউর রহমান চৌধুরী, ডা. সাদেক মিয়া, ডা. ফয়সাল আহমেদ মুহিম, ডা. আরিফুর রহমান, ডা. আজাদুর রহমান, ডা. এনামুল হক, ডা. ফুয়াদ আব্দুল হামিদ, ডা. শফিউল ইসলাম খালেক, ডা. উজ্জল কান্তি দে, ডা. সৈয়দ ওয়াহিদুল হক রাতুল, ডা. মাহের মাহবুব, ডা. অরূপ বাউৎ, ডা. মুজিবুল হক, ডা. হারুনুর রশিদ, ডা. তামজিদ তারিক সজল, ডা. সজল এস চক্রবর্তী, ডা. তালিল হোসেন শাওন, ডা. সারওয়ার হোসেন টুটুল, ডা. মুশফিকুজ্জামান আকন্দ ও ডা. অন্তর দ্বীপ নন্দী।