নির্বাহী প্রকৌশলী জিন্নাত আলীর বিদায় সংর্বধনা

 

ডেস্ক রিপোর্ট :

নির্বাহী প্রকৌশলী বিবিবি-৪ এর কর্মকর্তা জিন্নাত আলীর অবসরকালীন বিদায় সংর্বধনা অনুষ্ঠান জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ বিবিবি-৪ কুমারগাওয়ের উদ্যোগে সোমবার সকালে কুমারগাঁওয়ে অনুষ্ঠিত হয়।

বিবিবি-৪ এর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও মো. লিয়াকত হোসেন ও আব্দুল মুস্তকিম এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী বাবু রতন কুমার বিশ্বাস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-সহকারী প্রকৌশলী মো. হায়দর আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মো. জাহাঙ্গীর খান, মো. শুক্কুর আহমদ, মো. মোশাররফ হোসেন, সহকারী প্রকৌশলী মো. রুহুল আমিন, ২০ মেগা বিদ্যুৎ ক্যাম্পের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, মো. আব্দুল লতিফ, মো. লুৎফুর রহমান, মো. রেজাউল করিম, ফজলুর রহমান, সামসুল ইসলাম, মো. নাজিম উদ্দিন খান, মো. আজিজ, মো. আবু সাঈদ, মো. শহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী সাদ্দাম হোসেন বিদ্যুৎ, মো. জহিরুল ইসলাম, সুজলা বেগম, গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন ফজলুর রহমান প্রমুখ।