ফেঞ্চুগঞ্জে ছত্তিশ ছাত্র উন্নয়ন পরিষদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

 

ডেস্ক রিপোর্ট :

ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্তিশ ছাত্র উন্নয়ন পরিষদের উদ্যোগে গত ১১ মে বেলা ২ টায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০১৮ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান কাজী মোঃ বদরুদ্দোজা।

ছত্তিশ ছাত্র উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেল হুসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জৈয়ফুর রহমান পারভেজ, রাবিক আলী, তৈয়ফুর রহমান শাহিন, মনজিল মিয়া, সাহান উদ্দিন, এনামুল হক, শফিক উদ্দিন, সেলিম উদ্দিন, পরিবর্তনের প্রত্যাশী ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম মুজাহিদ, তরুণ সমাজ সেবক মোঃ সাঈদ আহমদ সাজু, জালাল আহমদ লাভলু, ছাত্র নেতা ওয়াকিল আহমদ মোঃ মিজানুর রহমান, মোঃ মাহবুব হুসেন, মিতাজুর রহমান, কারুজ্জামান মাসিদ, রুহেল আহমদ, আব্দুল ওয়াহিদ শিমুল, ইমন, আজিজুল, তানভীর, রাজেদ, নজরুল প্রমুখ।