জামালগঞ্জে প্রভাষক জুয়েলের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

 

ডেস্ক রিপোর্ট :

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মোহাম্মাদ আবু তাহের জুয়েল এর খুনিদের ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের পর আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক আব্দুল কাদির। প্রভাষক কামরুল ইসলাম সবুজ এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রভাষক মনোব্রত চক্রবর্তী, শামীমা আক্তার, শিক্ষার্থী তামিম রহমান চৌধুরী, স্বাধীন খান, শাওন, স্বর্ণ দে, শ্রাবণী প্রমুখ।