সিলেটে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনী সভা অনুষ্ঠিত

 

ডেস্ক রিপোর্ট :

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। শনিবার রাত ৯টায় নগরীর অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।

সিলেট নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট মনির উদ্দিনের সভাপতিত্বে ও সিলেট জেলা বারের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সত্তারের এবং এন আই মাছুমের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন- জেলা বারের সভাপতি এ্যাডভোকেট মো. লালা, বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল কুদ্দুস, স্পেশাল পি পি আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মইনুল ইসলাম, মহানগর আওয়ামীলীগ আইনবিষয়ক সম্পাদক কিশোর কুমার কর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট বিপ্লব কান্তি মাধব, অ্যাডভোকেট আল আজহার কাশেম মোস্তফা দিলয়োর আল আজহার, জ্যোতিময় পুরুকায়স্থ কাঞ্চন, অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিম, অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, অ্যাডভোকেট খোকন কুমার দত্ত, অ্যাডভোকেট মিকাতুন নুর, অ্যাডভোকেট সুনীল দাস, অ্যাডভোকেট আকবর হোসেন, অ্যাডভোকেট আজাদ আহমদ, অ্যাডভোকেট বিকাশ অধিকারী, অ্যাডভোকেট সজিব বৈদ্য, অ্যাডভোকেট সন্তোষ কুমার দাস, অ্যাডভোকেট ভোপেষ রঞ্জন চন্দ্র, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট এম শহিদুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট বিশ্বনাথ ঘোষ, আর খান মুন্না।