মা দিবস উপলক্ষ্যে গ্রাসরুটস’র উদ্যোগ

 

ডেস্ক রিপোর্ট :

তৃণমুল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস এর উদ্যোগে রোববার মা দিবস উপলক্ষ্যে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তৃণমুল নারী উদ্যোক্তা সোসাইটির জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্ত। এসময় উপস্থিত ছিলেন গ্রাসরুটস এর বিভাগীয় সমন্বয়কারী বিলকিস নুর, জেলা সহ সভাপতি হাসিনা বেগম, তৃণমুল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস এর ভারতের সমন্বয়কারী জেসপ্রীত কোর, কিউরিট হাসপাতালের ব্যবসায়ীক প্রধান ক্যাপ্টেন শর্ম্মা ও গ্রাসরুটস এর পরিচালক হিমাংশু মিত্র।

এসময় তৃণমুল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস এর পক্ষ থেকে সকল মা দের প্রতি মা দিবস উপলক্ষ্যে সম্মান জ্ঞাপন করা হয়। আগামী ৭ দিন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস এর উদ্যোগে সিলেট দরগাহ গেইটস্থ নুরজাহান ক্লিনিকে সকল মহিলা রোগীদের জন্য ২৫% ছাড়ে ডায়াগনস্টিক করার উদ্যোগ নিয়েছে গ্রাসরুটস।