চিরন্তনের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপিত

 

ডেস্ক রিপোর্ট :

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাদক ও যৌতুক বিরোধী সাংস্কৃতিক সংগঠন ‘চিরন্তন’র তিন দিনব্যাপি ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপিত হয়।

প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধ্যাঞ্জলী প্রদান আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান কেককাটা ও মিষ্টি বিতরনের মাধ্যমে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চিরন্তনের সুরমা মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

চিরন্তনের প্রতিষ্ঠা সভাপতি ইকবাল হোসেন আফাজের সভাপতিত্বে ও চিরন্তনের সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমরেড সিকন্দর আলী, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, কবির আহমদ, আব্দুল্লাহ খোকন মর্তুজা শরিফ, বিকাশ দাশ, মোনালিসা শরিফ, লুৎফা বেগম, পংকজ চন্দ, নান্টু শুক্ল বৈদ্য, আজিজুর রহমান খোকন, মামুন আহমদ প্রমুখ।