১৩,১৪ ও ১৫নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা

 

ডেস্ক রিপোর্ট :

আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নগর জুড়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে সিলেট মহানগর বিএনপি ঘোষিত ২৭ ওয়ার্ডের উদ্যোগে পৃথক ৯টি ইফতার মাহফিল সফলের লক্ষ্যে ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ড বিএনপির এক মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। শনিবার রাতে নগরীর সোবহানীঘাটস্থ একটি কমিউনিটি সেন্টারে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় মহানগর বিএনপি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ছাড়াও ৩টি ওয়ার্ডের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলকে সফলের লক্ষ্যে সভায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।

সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক এর পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, মহানগর সহ-সভাপতি ও ১৩ নং ওয়ার্ড সভাপতি ডা: নাজমুল ইসলাম, ১৪নং ওয়ার্ড সভাপতি ও কাউন্সিলার নজরুল ইসলাম মুনিম, ১৫নং ওয়ার্ড সভাপতি হাবিব আহমদ শিলু, ১৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শেখ মু. ইলিয়াস আলী, ১৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জিয়াউর রহমান দিপন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন খান শিপলু, ১৫নং ওয়ার্ড সহ-সভাপতি নিজাম উদ্দিন বাবুল ও সহ-সাধারণ সম্পাদক ইউনুছ আলী টিপু, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমদ ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ প্রমুখ।