মাথায় গরম তেল ঢেলে স্বামীকে হত্যা

 

অনলাইন ডেস্ক :

বেগমগঞ্জের নরোত্তমপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্বামীর মাথায় গরম তেল ঢেলে দেন স্ত্রী। দগ্ধ স্বামী ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকাবস্থায় শনিবার মারা গেছেন।

স্থানীয় ও মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, ১০ বছর আগে বেগমগঞ্জের নরোত্তমপুর গ্রামের মিজি বাড়ির মোহাম্মদ উল্যার ছেলে শহীদ উল্যার বিয়ে হয় একই গ্রামের ওহায়েদ আলী সর্দার বাড়ির আবুল খায়েরের মেয়ে কুলসুম বেগমের সাথে।

শহীদ শ্বশুর বাড়ি থেকে এক বছর আগে দেড় লাখ ধার নেন। ওই টাকা পরিশোধ করার জন্য কুলসুম প্রায়ই স্বামীর সাথে ঝগড়া করতেন। ৩ মে সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। এরজের ধরে দুপুরে কুলসুম ৫ লিটার তেল গরম করেন। দুপুরে ভাত খেতে বসলে ওই গরম তেল শহীদের মাথায় ঢেলে দেন কুলসুম।

এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অঙ্গ ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করালে শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রবিবার তাকে দাফন করা হয়েছে। শহীদ উল্যার বাবা মোহাম্মদ উল্যা জানান, এ ঘটনায় তিনি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।