রাত পেরুলেই সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচন

 

ডেস্ক রিপোর্ট :

সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনকেন্দ্রীক আড্ডায় জমে ওঠেছে নগরীর জিন্দাবাজারসহ আশপাশের এলাকা। হোটেল রেস্তোরাঁয় চলছে গোলটেবিল বৈঠক। মধ্যরাত পর্যন্ত চা চক্র আর সোশ্যাল মিডিয়ায় চলছে জম্পেশ সেলফিবাজি। সেই সাথে নির্বাচনী ফলাফল নিয়ে চলছে নানা চুলচেরা বিশ্লেষণ। সব মিলিয়ে নির্বাচনী হাওয়ায় পুরো জিন্দাবাজারজুড়ে এখন অন্য এক আবহ।

কারণ আর মাত্র একটি রাত পেরুলেই (১২ মে, শনিবার) সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচন। ১২ মে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ এবং পরবর্তিতে গণনা শেষে ঘোষিত হবে প্রতিক্ষিত ফলাফল। তবে কাঙ্খিত ফলাফল নিজের পক্ষে আনতে শেষ সময়ের প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন প্রার্থীরা।

গত ২১ এপ্রিল সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচন-২০১৮ এর তফসীল ঘোষণার পর থেকেই প্রার্থীরা তাদের প্রচারণায় নামেন। নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সাথে সাথে সময়ে সময়ে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। আর শেষ মুহুর্তের প্রচারণায় মূখর নগরীর জিন্দাবাজার।

এবারের নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্ব›দ্বীতায় নেমেছেন মোট ৩৪ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে প্রার্থী হয়েছেন- জেষ্ঠ সাংবাদিক সালাম মসরুর, তাপস দাশ পুরকায়স্থ ও ওয়েছ খছরু। এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে প্রতিদ্ব›দ্বীতা করছেন- বর্তমান কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির ও আবুল মোহাম্মদ।

সহ সভাপতি (২) হিসেবে প্রতিদ্ব›দ্বীতায় রয়েছেন- সাত্তার আজাদ ও সাঈদ চৌধুরী টিপু। এছাড়া সাধারণ সম্পাদক পদে প্রতিদ্ব›দ্বীতা করছেন ৩ জন। তারা হলেন- মুকিত রহমানী, মনোয়ার জাহান চৌধুরী ও বর্তমান সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল।

সহ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্ব›দ্বীতায় মাঠে রয়েছেন- অমিতা সিনহা, নাসির উদ্দিন ও বর্তমান প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রাসেল। এছাড়া কোষাধ্যক্ষ পদে প্রতিদ্ব›দ্বীতা করছেন তিনজন। তারা হলেন- ফয়সল আহমদ মুন্না, আনন্দ সরকার ও এ এইচ আরিফ।
ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে প্রতিদ্ব›িদ্ব হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন- ইউসুফ আলী, অলিউর রহমান ও আবু বক্কর। এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্ব›দ্বীতা করছেন- তুহিনুল হক তুহিন ও নোমান বিন আরমান।

তথ্য ও প্রযুক্তি পদে প্রতিদ্ব›দ্বীতা করছেন বর্তমান তথ্য ও প্রযুক্তি সম্পাদক এম.এ মালেক ও বর্তমান কমিটির দফতর সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ। একইভাবে পাঠাগার সম্পাদক পদে প্রতিদ্ব›দ্বীতায় রয়েছেন বর্তমান কমিটির পাঠাগার সম্পাদক কাইয়ূম উল্লাস, নির্বাহী সদস্য রজত কান্তি চক্রবর্তী ও মঞ্জুর হোসেন খান।

এছাড়া দফতর সম্পাদক পদে রয়েছেন বর্তমান কমিটির দুই নির্বাহী সদস্য এমরান আহমদ ও নূরুল হক শিপু।
এদিকে নির্বাহী সদস্যের মোট ৪ টি পদে ৬ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। প্রতিদ্ব›িদ্ব প্রার্থীদের মধ্যে রয়েছেন- এর মধ্যে এস.এম রফিকুল হক সুজন, নুরুল ইসলাম, আলী আকবর চৌধুরী কোহিনূর, মো. শাহিন আহমদ, শেখ লুৎফুর রহমান ও সুব্রত দাস।

এর আগে গত ২১ এপ্রিল সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়। ঘোষিত তফসীল অনুযায়ী ১২ মে শনিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে। এরপর ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও নির্বাচনের ফলপ্রকাশ করা হবে।