জৈন্তাপুরে ৩৩ বছর পর আনসার ভিডিপির জমি উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি :

জৈন্তাপুরে ৩৩ বছর পর আনসার ভিডিপি ক্লাব সমিতির জমি ও দোকান কোঠা উদ্ধার করা হয়েছে। ১০ মে উপ পরিচালক সারোয়ার জাহান চৌধুরী ও জেলা কমান্ড্যান্ড ফখরুল আলমের নেতৃত্বে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আনসার ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) কমলা আক্তার রুজী, উপজেলা প্রশিক্ষক মোঃ শফিকুর রহমান, উপজেলা আনসার ভিডিপি অফিসার পাখি মিয়া সহ ৬ ইউনিয়ন লিডার, এন এস পি সদস্য কাউসার মাহমুদ সোহেল প্রমুখ।

উপজেলা আনসার ভিডিপি অফিসার কমলা আক্তার রুজী জানান, দীর্ঘ ৩৩ বছর ভূয়া আনসার ভিডিপি সদস্য সেজে কতিপয় কিছু লোক এ জায়গাটি স্থানীয় কিছু প্রভাবশালী ব্যাক্তিদের নিয়ে ভোগদখল করে আসছিলো। জায়গাটি উদ্ধারে উপজেলা আনসার ভিডিপির অনেক দিনের হারানো সম্পদ ফিরে পাওয়া গেলো।