রামাজানের পবিত্রতা রক্ষার দাবীতে ছাত্র জমিয়তের প্রচার মিছিল

 

ডেস্ক রিপোর্ট :

ছাত্র জমিয়ত বাংলাদেশ, সিলেট জেলা শাখা উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৫ টায় নগরীর হযরত শাহজালাল দরগা গেইট থেকে মাহে রামাজানকে স্বাগত জানিয়ে এক প্রচার মিছিল বের করে।

আসন্ন মাহে রামাজানের পবিত্রতা রক্ষা, অশ্লীলতা-বেহায়াপনা বন্ধ ও দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখা সহ ইসলাম বিরোধী সকল কার্যক্রম বন্ধের দাবীতে অনুষ্ঠিত জেলা ছাত্র জমিয়তের মিছিলটি নগরীর চৌহাট্টা পয়েন্টে এক পথ সভায় মিলিত হয়।

জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দীনের সঞ্চালনায় পথ সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা সভাপতি এম সাইফুর রাহমান। উপস্থিত ছিলেন, মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালিম আহমদ ক্বাসিমী, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী, জেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, জমিয়ত নেতা মাওলানা সুহেল আহমদ, জৈ ন্তাপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ, সদর জমিয়ত নেতা মাও নাজিম উদ্দীন, মহানগর ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রাহিমান, যুব জমিয়তের সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল আতিক, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি লুৎফুর রাহমান, কানাইঘাট উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুশ শাকুর সাদিক, জেলা ছাত্র জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, অর্থ সম্পাদক নজরুল ইসলাম সহ জেলা ও মহানগর যুব ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ।