ওসমানী জাদুঘরের চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

 

ডেস্ক রিপোর্ট :

সিলেট জেলা প্রশাসক নুমেরী জামান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুিজবুর রহমান ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী আমাদের অহংকার। নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং মুক্তিযদ্ধের চেতনাকে লালন করে সমৃদ্ধ জাতি গঠনে আমাদের সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে সরকারের পাশাপাশি আমাদের অভিভাবকদের এগিয়ে আসতে হবে।

ওসমানী জাদুঘরের মিউজিয়াম ম্যানজার জিয়ারত হোসেন খানের সভাপতিত্বে ও সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সঞ্চালনায় বৃহস্পতিবার বিকেলে ওসমানী জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রচনা, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুন্দর বাংলা হাতের লেখা, জাতির জনক বঙ্গবনধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কণ এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতায় অংশ গ্রহনকরী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসমানী স্মৃতি ট্রাস্টের ট্রাস্টি ও সিলেট জর্জকোর্টের স্পেশাল পিপি এডভোকেট নওসাদ আহমদ চৌধুরী, লেখক গবেষক ও দৈনিক সিলেট সংলাপের সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান, বঙ্গবীর ওসমানী স্মুতি সংসদ সিলেট এর সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল, বাংলা মাটির সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, মাবাধিকার কর্মী শফিকুর রহমান শফিক । অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী নিশু, নুসরাত জাহান, মো.শহিদুল ইসলাম, মো. সোহাগ প্রমুখ।