বিয়ানীবাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের সভা

 

ডেস্ক রিপোর্ট : অস্তিত্ব

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আলহাজ কুনু মিয়া বলেছেন, বর্তমান সময়ে দেশে স্বাধীনতার কোনো অস্তিত্ব নেই।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিশর্ত মুক্তির দাবিতে বুধবার বিয়ানীবাজারের পৌরসভার ৮ নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

হাজি ফেছন আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সভাপতি ফখরুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুভাগ ইউনিয়নের সাবেক ৩ বারের চেয়ারম্যান ওমর ফারুক, জাসাসের সভাপতি মুজিব আহমদ, হাজি আসদ্দর আলী, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক শামীম আহমদ, বিএনপির সহ-সমাজ কল্যাণ সম্পাদক শাহজাহান আহমদ, বিএনপি নেতা দিলওয়ার হোসেন দিলু, সাবুল আহমদ, জামাল আহমদ, সেলিম আহমদ প্রমুখ। এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিথ ছিলেন।