অনলাইন ডেস্ক :
সিলেটে সেনা সদস্যের কাছ থেকে ১ লাখ ৯০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ৩ টায় মহানগর ডিভি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন,শফিকুল ইসলাম, নাসির উদ্দিন, রাহেল আহমদ, মুক্তার হোসেন ও দিলওয়ার হোসেন।
মহানগর পুলিশের অতিরিক্তি উপ-কমিশনার এম এ ওয়াহাব জানান, গত ৭ মে বিকেলে ব্যাংক থেকে টাকা তুলে সেনানীবাসে ফেরার পথে সিলেট শহরতলির কানাইঘাট সড়কে ছিনতাইয়ের শিকার হন সিলেট ক্যান্টনমেন্টে কর্মরত ল্যান্স কর্পোরাল মঈনুল ইসলাম।
এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে আটক করে।
ছিনতাইকারী এই চক্রটি দীর্ঘ দিন ধরে সিলেট নগরী ও আশেপাশের এলাকায় ছিনতাই করে আসছিল।
এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ছোরা, দুটি মোটর সাইকেল ও নগদ ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃত নাসির উদ্দিন ছিনতাই মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী। বাকিদের বিরুদ্ধেও বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা ওয়াহাব।