সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলন

 

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, বিএনপি চেয়ারপাসর্ন বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন। চুরি করেছেন। আজ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছেন। তাই এখন খালেদার জন্য কেউ চোখের পানি ফেলে না।

বৃহস্পতিবার সকালে নগরীর মীরের ময়দানের একটি অভিজাত হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরানের সভাপতিতে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার সুদীপ্ত চৌধুরী। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এটি এম হাসান জেবুলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ডেপুটি রিজিওনাল কো-অর্ডিনেটর মোছাম্মদ রাহিমা বেগম প্রমুখ।

এছাড়াও নগরীর ২৭টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক কোষদক্ষ্যসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নির্বাচন, অভ্যন্তরীণ গণতন্ত্র, যোগ্য জনপ্রতিনিধি মনোনয়ন, প্রশিক্ষিত রাজনীতি কর্মী, শান্তিতে বিজয় ইত্যাদি বিষয়ে দলীয় আলোচনা উপস্থাপনা কর্ম পরিকল্পনা প্রস্তুতি ও বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। এছাড়াও অনুষ্ঠানে শপথ পাঠ করান মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরান।

ক্যাপশন:: ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজিত সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।