ঢাকাদক্ষিণে মহিলাদের ফ্রি প্যাড বিতরণ

 

ডেস্ক রিপোর্ট :

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ডুনেট এ প্যাড ফর হাইজিন বাংলাদেশ এর উদ্যোগে ও ফ্যামিলি ফাউন্ডেশন এর সহযোগীতায় বুধবার মহিলাদের ফ্রি প্যাড বিতরণ ও সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মো. রেজাউল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী।

ডুনেট এ প্যাড ফর হাইজিন বাংলাদেশ এর উদ্যোক্তা মারজিয়া প্রভার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল ও কলেজ কমিটির গভর্নিং বডির সদস্য শেখ কামরুজ্জামান কামরুল ও আব্দুল জলিল, শিক্ষক কাজল কান্তি দাস ।

এসময় উপস্থিত ছিলেন এ.এস.এম শাহজাহান সৌরভ, শরীফ হাসান বাপ্পি, আব্দুর রহমান আল মামুন, শাহ আলম বিজয়, তাকি আশরাফী, রিমু, মো. নাহিদুর রহমান, মাসুদ রানা প্রমুখ।

শিক্ষার্থীদেরকে সচেতনামুলক পরামর্শ প্রদান করে বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার লাবনী পাল। মহিলাদের প্যাড ব্যবহারের কারন, উপকারিতা ও কীভাবে এর ব্যবহার করে সুফল বয়ে আনবে তা বিস্তারিত আলোচনা করেন।

সভা শেষে উদ্যোক্তারা বিদ্যালয়ে একটি প্যাড বক্স রেখে যান। যেখান থেকে শিক্ষার্থীরা বিনামূল্যে প্যাড ব্যবহার করতে পারবে।