সিলেট মহানগর যুব জমিয়তের মাসিক বৈঠক অনুষ্ঠিত

 

ডেস্করিপোর্ট :

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার মাসিক বৈঠক বুধবার বাদ মাগরিব বন্দরবাজারের পূর্ব ধোপাদিঘিরপারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন পবিত্র মাহে রমযানুল মোবারক উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে (১) রমযানের পবিত্রতা রক্ষার দাবীতে ও মাহে রমযানকে স্বাগত জানিয়ে ১১ মে শুক্রবার বাদ জুম্মা বাদ বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে স্বাগত মিছিল বের হবে। (২) মহানগর যুব জমিয়তের কার্যনির্বাহী কমিটির সকল দায়িত্বশীল ও সদস্যবৃন্দকে রমযান মাসে আত্মশুদ্ধি অর্জনে ছিয়ামুন্নাহার ও কিয়ামুল্লাইলের পাশাপাশি পবিত্র কুরআন খতম করা। (৩) ৫ রমযান থেকে ১৫ রমযানের মধ্যে সিলেট নগরীর সকল ওয়ার্ড কমিটির উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন করা। (৪) মহানগর যুব জমিয়তের উদ্যোগে ১৫ রমযান মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের সিদ্ধান্ত। (৫) ইসলাম, দেশ, জাতি ও স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় ডাক আসলে মহানগর যুব জমিয়তের সকল ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনের অংশ নেবে। (৬) পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সুদ, ঘুষ, দুর্নীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রবণতা রোধে গণসচেতনতার গড়ে তোলার লক্ষ্যে কাজ করা (৭) অসহায় দুস্থদের মধ্যে মহানগর যুব জমিয়তের ইফতার সামগ্রি বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মহানগর সভাপতি মাওলানা কবির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ আল-আতিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি মাওলানা আসাদ আহমদ, মাওলানা আফজার হোসেন খান, যুগ্ম সম্পাদক মাওলানা কাওছার আহমদ, সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুর রব, মুফতী বাহারুল আমীন, মাওলানা সালেহ আহমদ জাকির, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদার, অর্থ সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, প্রচার সম্পাদক মাহদি হাসান মিনহাজ, সমাজসেবা সম্পাদক আফতাব উদ্দিন, সদস্য মাওলানা এদাদুল হক, মাওলানা শায়খুল ইসলাম, মাওলানা ফরহাদ কোরেশী প্রমুখ।