সড়ক দুর্ঘটনায় নিহত শহিদের পরিবারকে অনুদান প্রদান

 

ডেস্ক রিপোর্ট :

সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের পীরপুর গ্রামের, সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুস শহিদের পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ২৪০০০ হাজার টাকার অনুদানের চেক বুধবার সকালে পীরপুর গ্রামে গিয়ে প্রদান করেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ আশফাক আহমদ।

এসময় উপস্হিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ, বিশিষ্ট মুরব্বী হাজী মিসবাহ উদ্দিন, হাজী জালাল উদ্দিন, টুকেরবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, মেম্বার এনাম হোসেন, গিয়াস উদ্দিন, মুরব্বী মকবুল হোসেন, হাজী শফিকুর রহমান, নুরুল হক, মালাই মিয়া, আলীম উদ্দিন,মাস্টার আব্দুল করিম, আওয়ামীলীগ নেতা লয়লুছ চৌধুরী, মহি উদ্দিন, এলাকার যুবক আব্দুল আল রিপন, আজমল হোসেন, মুস্তাক আহমদ, নিহত আব্দুস শহীদের ছেলে কবির আহমদ, আলী আহমদ প্রমুখ।