তারেক নাগরিকত্ব বিসর্জন দিয়ে লন্ডনে ব্যবসা করছেন: মতিয়া চৌধুরী

 

অনলাইন ডেস্ক :

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি একটি ধাপ্পাবাজ রাজনৈতিক দল, তারা দেশের মানুষকে অন্ধকারে রেখে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। বিএনপি চেয়ারপার্সন এতিমের টাকা আত্মসাতের দায়ে জেলে আছেন, দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত ও বাংলাদেশের নাগরিকত্বহীন তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে, এটা দেশের মানুষের সাথে সরাসরি প্রতারণা।

শুধু তারেক রহমান নয় তার পরিবারের সকল সদস্যরাই পাসপোর্ট সারেন্ডার করেছেন। বাংলাদেশের নাগরিকত্ব বিসর্জন দিয়ে লন্ডনে কোম্পানি খুলে ব্যবসা পরিচালনা করছেন। ফলে তারা কিভাবে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতৃত্ব পরিচালনা করতে পারেন তা কারো বোধগম্য নয়।

তিনি বৃহস্পতিবার সকাল ৯টায় নকলা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লোহার বেঞ্চ, হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে ডেলিভারি বেড ও ক্যান্সার রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় আর্থিক সাহায্য বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি আরো বলেছেন, ১৯৯২ সালে বিএনপি সরকারের আমলে কয়েক লাখ রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে আসে। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাদের দিকে একবারের জন্য ফিরেও তাকায়নি। অপরদিকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের শুধু পুনর্বাসনই করেন নি বরং তাদের দুঃখ দুর্দশা স্বচক্ষে পরিদর্শন করে সকল মানবিক ব্যবস্থা গ্রহণ করেছেন। যা সারা দুনিয়ায় প্রশংসিত হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গনি, নকলা উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সরোয়ার আলম তালুকদার প্রমুখ।