ডেস্ক রিপোর্ট :
এবারের এসএসসি পরীক্ষায় ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুল থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে মোছাঃ দুলনা বেগম।
শহরতলীর বালুচর এলাকার বাসিন্দা দিন মজুর আনা মিয়া ও মহিনা বেগমের চার সন্তানের মধ্যে সে সবার বড়। কোন গৃহ শিক্ষক ছাড়াই সে ১৫টি বিষয়ে এ+ পেয়ে দুলনা তার গরীব বা-মা’র মুখ উজ্জল করেছে।
এ ফলাফলে স্কুলের শিক্ষক, অভিভাবক সহ বিগত দিনে যারা তার পড়ালেখায় সহযোগিতায় হাত বাড়িয়েছেন তাদের সকলের কাছে সে কৃতজ্ঞ।
উচ্চ শিক্ষায় এ ধারাবাহিকতা বজায় রাখতে সে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছে।