মোহাম্মদ বিনতে পাপিয়া জিপিএ এ প্লাস পেয়েছে

 

ডেস্ক রিপোর্ট :
মোহাম্মদ বিনতে পাপিয়া জিপিএ এ প্লাস পেয়েছে। সে সিলেট নগরীর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশগ্রহণ করেছে।

পাপিয়া সিলেট জজ কোর্টের ২নং বারের এডভোকেট মোহাম্মদ আলী ও রেহানা পারভীন সুলতানার মেয়ে। বড় হয়ে সে পাইলট হতে চায়।

কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সে শিক্ষক-শিক্ষিকা, মা-বাবা, চাচা-চাচি, খালা, মামি সবার কাছে কৃতজ্ঞ।