ব্যাংক কর্মচারী ফেডারেশনের আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট :

আন্তর্জাতিক শ্রমদিবস ও মহান মে দিবস উপলক্ষে ব্যাংক কর্মচারী ফেডারেশন সিলেট জেলা কর্তৃক আয়োজিত মঙ্গলবার বিকেলে কৃষি ব্যাংক সিবিএ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংক কর্মচারী ফেডারেশন সিলেট জেলা শাখার সভাপতি মোফাখখারুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.আব্দুল মজিদ এর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিবিএ নেতা শাহানুর আলী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শ্রমিকলীগের সহ-সভাপতি জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শ্রমিকলীগের সহ- সভাপতি সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, প্রচার সম্পাদক প্রকৌশলী আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক শাহ আলম সুরুক।

বক্তব্য রাখেন, সহ-সম্পাদক সমরেন্দ্র সিংহ,সহ-সম্পাদক রফিক আহমদ, কৃষি ব্যাংক এর সভাপতি আছকির মিয়া, সাধারণ সম্পাদক শানুর আলী, কৃষি ব্যাংক সিবিএএর সাবেক সাধারণ সম্পাদক অপূর্ব কান্তি, অগ্রনী ব্যাংক সিবিএ এর কার্যকরী সভাপতি আব্দুল জলিল,সোনালী ব্যাংক এর সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,রুপালী ব্যাংক সিবিএর সাধারণ সম্পাদক খলিলুর রহমান,জনতা ব্যাংক সিবিএ এর সাবেক সভাপতি আতিকুর রহমান, ও সাধারণ মীর ইয়াকুত আলী দুলাল, বাংলাদেশ ব্যাংক সিবিএএর সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মোহাম্মদ আলমগীর ও যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ মনির মঞ্জুর প্রমুখ।