ফেঞ্চুগঞ্জে একই রাতে ২ বাড়িতে ডাকাতি

 
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :

ফেঞ্চুগঞ্জে উপজেলার আশিঘর গ্রামের ডাকাতির ঘটনা ঘটছে।

জানা যায়, সোমবার মধ্যরাতে উপজেলার আশিঘর গ্রামের খালেদ আহমেদ ও ঘিলাছড়ার মাইজভাগের আব্দুল মন্নানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ১২-১৫ জনের হাফপ্যান্ট মুখোশ পড়া সংঘবদ্ধ অস্ত্রধারী ডাকাত দল উভয় বাড়িত গেইট ভেঙ্গে অস্ত্রের মুখে লোকজনদের জিম্মি করে লুটপাট চালায়।

ডাকাতির শিকার মাইজভাগ গ্রামের আব্দুল মান্নানের পরিবার জানান, রাত অনুমান আড়াইটায় ডাকাত দল বাড়ির গেইটের তালা ভাঙ্গে। শব্দ পেয়ে বাড়ির পুরুষ বের হলে ডাকাতরা নিজেদের পুলিশ লোক বলে আব্দুল মান্নান ও তার ভাইকে বন্দুকের ভয় দেখিয়ে বেধে ফেলে। বাধা অবস্থায় তাদের নিয়ে বাড়ির শয়নকক্ষ গুলোতে ঢুকে অন্যান্যদের জিম্মি করে লুটপাট চালায়। এসময় কোন রকম বাড়ির পিছন দিয়ে পালিয়ে যান গৃহিণী আম্বিয়া বেগম। প্রতিবেশীর বাড়িতে গিয়ে খবর দিলে হৈচৈ পড়ে যায়।

খবর পেয়ে ছুটে আসে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ও ফেঞ্চুগঞ্জ অঞ্চলের ডিএসবি টিম। যৌথ প্রতিরোধ অভিযানে আটক হয় হাফপ্যান্ট বাহিনীর হোতা নিজ ঘিলাছড়ার আজমল আলীর পুত্র ফরহাদ (৩০)।
আশিঘর গ্রামের সাহেদ আহমদের নদগ টাকা স্বর্ণালংকার সহ প্রায় ২৫ লক্ষ টাকা ও আব্দুল মান্নানের নগদ ১২হাজার টাকা স্বর্ণালংকার সহ প্রায় ৩ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়।

অন্যান্য পলাতক ডাকাতদের আটক করতে অভিযান চলছে বলে জানান ফেঞ্চুগঞ্জ অঞ্চলের ডিএসবি অফিসার শফিকুর রহমান।