শাবি প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের সাথে তার নিজ বিভাগের কক্ষে কথা বলার সময় সন্দেহভাজন হিসেবে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, আটককৃত শিক্ষার্থীর নাম রাকিবুল ইসলাম রাকিব। তিনি সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটির সিএসই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
এ ব্যাপারে ওসি শফিকুল ইসলাম জানান, ‘সোমবার দুপুরে রাকিব ড. জাফর ইকবালের সাথে দেখা করতে আসে। পরবর্তী তার কথাবার্তায় স্যারের সন্দেহ হয়। এজন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’
উল্লেখ্য, গত ৩রা মার্চ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ড. জাফর ইকবাল দুবৃর্ত্তের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসা শেষে গত ২ এপ্রিল কর্মস্থলে যোগদান করেন।