জেলা গণতন্ত্রী পার্টির কাউন্সিল সম্পন্ন

 

ডেস্ক রিপোর্ট :

গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতিমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

সোমবার সন্ধ্যায় নগরির শহীদ সোলেমান হল মিলনায়তনে গণতন্ত্রী পার্টি সিলেট জেলা কমিটির কাউন্সিল-এ তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী আইয়ুব আলীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আরিফ মিয়া’র সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়ামের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বাবু। বিশেষ অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন। শুরুতে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জেলা সাধারণ সম্পাদক মোঃ আরিফ মিয়া। রিপোর্টের উপর আলোচনায় অংশ নেন জেলা কমিটির সহ-সভাপতি বিপুল বিহারী দে ও আব্দুল কুদ্দুছ সরদার, সাংগঠনিক সম্পাদক গুলজার আহমদ, প্রচার সম্পাদক এনামুল করিম এনাম, শিক্ষা সম্পাদক অধ্যাপক প্রাণকান্ত দাস প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি মাছুম আহমদ। শোক প্রস্তাব পাঠ করেন গুলজার আহমদ। শোকপ্রস্তাবে উত্থাপিত মরহুম ব্যক্তিবর্গের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।