কানাইঘাটে ইয়াবাসহ আটক ১

 

কানাইঘাট প্রতিনিধি :

কানাইঘাট থেকে ৩ শতাধিক পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব-৯।

তার নাম নূর আহম্মদ (২৬)। তিনি কানাইঘাট উপজেলার লালারচক গ্রামের মৃত মৃত জালাল উদ্দিনের পুত্র।

সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্পেশাল কোম্পানি সিলেট ক্যাম্পের একটি দল কানাইঘাট দক্ষিণ বাজার থেকে ৩৮৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

উদ্ধারকৃত মাদক দ্রব্যের মূল্য প্রায় ২ লাখ টাকা।

ইয়াবাসহ নূর আহম্মদকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।