তুরস্কের রাষ্ট্রপতি মুসলিম বিশ্বের নেতা: ডোনাল্ড ট্রাম্প।

সিলবাংলা সংবাদ :

রজব তৈয়‍্যব এরদোগানকে বিশ্বমানের দাবাড়ু হিসেবে বর্ণনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি গতকাল ফক্স নিউজের সাথে একটি সাক্ষাৎকারে বলেনঃ

“বিভিন্ন দেশের নেতারা গত সপ্তাহে আমাকে ফোন করে বলেছিলেন, “আপনি কি এরদোগানকে কল করতে পারবেন?” ট্রাম্প তাঁদের কাছে এর কারণ জানতে চাইলে তাঁরা বলেন, “আপনিই হলেন একমাত্র ব্যক্তি যার কথা তিনি শুনবেন। তিনি আমাদের কথা শোনেন না।”

ট্রাম্প বলেন,”আমি বললাম , ‘এটা আমেরিকার কারণে?’ তিনি বললেন , ‘না! এটা আপনার কারণে। এটা আপনার ব্যক্তিত্বের কারণে। আপনিই একমাত্র ব্যক্তি যাকে তিনি শুনবেন।” তিনি বলেন “আমি এটা পাবলিকলী বলতে চাই না । কিন্তু এটা সত্যি ঘটে।”

এদিন তিনি বাইডেনকে মানসিক বিকারগ্রস্ত হিসেবে বর্ণনা করেছেন।

সোর্সঃ

(আনাদোলু এজেন্সি)
(টি আর টি ওয়ার্ল্ড)
( ইয়ানী শাফাক)