মুন্সিগঞ্জে ক্রেতার কান কামড়ে ছিঁড়ে ফেলল বিক্রেতা

সিলবাংলা ডেস্ক: মুন্সিগঞ্জের সিরাজদিখানে পাওনা টাকা দিতে না পারায় ক্রেতার কান কামড় দিয়ে ছিঁড়ে ফেলেছে দোকানদার। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার সিরাজদিখান বাজারে এ ঘটনা ঘটে।

 

আহত ক্রেতা সুমন দেওয়ানকে উদ্ধার করে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব আবিরপাড়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে আউয়াল মোল্লা (৩২) দীর্ঘদিন যাবৎ সিরাজদিখান বাজারের গো-খাদ্যের ব্যবসা করেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে একই গ্রামের সোবেদ আলী দেওয়ানের ছেলে সুমন দেওয়ান (৩৮) গো-খাদ্য (ভুষী) আনতে আউয়াল মোল্লার দোকানে যায়।

 

এ সময় আউয়াল মোল্লা পূর্বের পাওনা ২ হাজার টাকা চাইলে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দোকানদার আওয়াল মোল্লা উত্তজিত হয়ে সুমনের বাম কানে কামড় দিয়ে ছিঁড়ে ফেলে। আশেপাশের লোকজন উদ্ধার করে আহত সুমনকে প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

 

সিরাজদিখান বাজারের বণিক সমিতির যুগ্ম সম্পাদ আলম খান জানান, বিষয়টি আমি অবগত। খুবই দুঃখজনক ঘটনা। সিরাজদিখান থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র ডেইলি বাংলাদেশের আলো// হাবিবা আক্তার জেছি ///