আজ জাপান থেকে আসছে আড়াই লাখ টিকা

সিলবাংলা ডেস্ক ঃশনিবার (২৪ জুলাই) জাপান থেকে ঢাকায় আসছে প্রথম ধাপের দুই লাখ ৪৫ হাজার ২০০ টিকা। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

 

সূত্র জানায়, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় দুই লাখ ৪৫ হাজার ২০০ টিকার চালান শনিবার ঢাকায় আসবে। বেলা সোয়া ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে জাপানের এসব অ্যাস্ট্রেজেনেকার টিকা।

 

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহেদ মালিক এই টিকা গ্রহণ করবেন। করোনা মোকাবেলায় জাপান বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে।

সূত্র ডেইলি বাংলাদেশের আলো // হাবিবা আক্তার জেছি ///