উল্লাপাড়ায় ভিজিএফ এর ৬ হাজার ২০০ কেজি চাল উদ্ধার

সিলবাংলা ডেস্ক ঃআবু বকর সিদ্দিক বাবু উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি ভিজিএফ এর ১২০ বস্তা (৬ হাজার ২০০ কেজি) চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

 

সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের পাশে একটি বাড়ি থেকে চাল উদ্ধার করা হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানান, হাটিকুমরুল এলাকার একটি বাড়িতে সরকারি চাল মজুদ আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমান নামে এক ব্যক্তির একটি ঘর থেকে ভিজিএফ এর ১২০ বস্তায় ৬ হাজার ২০০ কেজি চাল উদ্ধার করে জব্দ করা হয়।

 

তিনি আর বলেন, একই সঙ্গে চাল ব্যবসায়ী হাবিবুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত চাল স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। আগামীকাল জব্দকৃত চাল গরীব মানুষদের মাঝে বিতরণ করা হবে। সূত্র ডেইলি বাংলাদেশের আলো // হাবিবা আক্তার জেছি //