সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ

ডেস্ক রিপোর্ট :

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন বলেছেন- অবৈধ ফ্যাসিষ্ট সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে একটি ষড়যন্ত্রমুলক মামলায় ফরমায়েসী সাজা দিয়ে গণতন্ত্রের ফিনিক্স পাখি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেই ক্ষান্ত হয়নি। অন্ধকার কারা প্রকোষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়লেও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রীকে প্রয়োজনীয় সুচিকিৎসা থেকে বঞ্চিত করে রেখেছে। এর মাধ্যমে সরকার আইন ও মানবাধিকারকে চরমভাবে লংঘন করছে।

তিনি সোমবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে কারান্তরীণ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পুর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মিছিলটি নগরীর রেজিষ্টারি মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর জিন্দাবাজারস্থ সিটি সেন্টারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মিছিলে সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, জাসাস ও ওলামা দল সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

উপস্থিত ছিলেন- সিলেট মহানগর সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, জেলা সহ-সভাপতি একেএম তারেক কালাম, সহ-সভাপতি হাজী শাহাব উদ্দিন ও ফখরুল ইসলাম ফারুক, জেলা উপদেষ্ঠা শহীদ আহমদ চেয়ারম্যান, আহমেদুর রহমান চৌধুরী মিলু ও মহানগর উপদেষ্ঠা সৈয়দ বাবুল, জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেক, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো: ময়নুল হক, বিএনপি নেতা নজিবুর রহমান নজিব, জেলা সাংগঠনিক আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম ও শামীম আহমদ, মহানগর সাংগঠনিক সম্পাদক মুকুল মোর্শেদ ও মাহবুব চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম আহŸায়ক এডভোকেট আনোয়ার হোসেন, মহানগর দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, জেলা দফতর সম্পাদক এডভোকেট মো: ফখরুল হক, জেলা প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, জেলা শ্রম বিষয়ক সম্পাদক সুরমান আলী, মহানগর শ্রম সম্পাদক ইউনুছ মিয়া, স্বাস্থ্য সম্পাদক ডা: আশরাফ আলী, তথ্য ও গবেষনা সম্পাদক সুহাদ রব চৌধুরী, জেলা ধর্ম সম্পাদক আল মামুন খান, মহানগর আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, জেলা তাতী সম্পাদক অহিদ আহমদ তালুকদার, মৎস্য সম্পাদক আলী আকবর, বিএনপি অঙ্গ ও সহযোগি সংঠনের নেতৃবৃন্দের মধ্য থেকে শেখ মু. ইলিয়াস আলী, বজলুর রহমান ফয়েজ, হাবিবুর রহমান হাবিব, খসরুজ্জামান খসরু, সাঈদ আহমদ, লোকমান আহমদ, এম. এ মালেক, দিদার ইবনে তাহের লস্কর, নাসিম আহমদ চৌধুরী, আব্দুল লতিফ খান, এনামুল হক মাক্কু, শাহ মাহমুদ আলী, আব্দুল মালেক, সিরাজুল ইসলাম, খোকন ইসলাম, উজ্জল রঞ্জন চন্দ, কয়েস আহমদ সাগর ও আব্দুস সবুর প্রমুখ।