সিলেটে ওয়ার্কার্স পার্টির উদ্যোগে কাল মার্কসের জন্মদিন পালন

 
ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে দার্শনিক, অর্থবিদ, রাজনীতিবিদ মহামতি কমরেড কাল মার্কস এর ২০০ তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা শনিবার নগরীর বন্দরবাজারস্থ পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সংগ্রামী সভাপতি কমরেড আবুল হোসেন এর সভাপতিত্বে ও সম্পাদক মন্ডলী সদস্য ও নারীমুক্তি সিলেট জেলা সভানেত্রী ইন্দ্রনী সেন সম্পার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটি সদস্য ও সিলেট জেলা কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা কমরেড সিকান্দার আলী, পার্টির সম্পাদক মন্ডলীর সদস্যা দিনবন্ধু পাল, বাংলাদেশ যুব মৈত্রী সিলেট মহানগর এর সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন মুবাশ্বির আলী, মিলন ওঁরা, খোকন আহমদ, দিন ইসলাম প্রমুখ।