সিলেটে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

ডেস্ক রিপোর্ট :
সিলেট জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। রোববার রাত ৮টায় সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সিলেট মহানগর আহ্বায়ক মোঃ রাসেল আহমদ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এডভোকেট আব্দুল হাই কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সমন্বয়কারী সেলিম আহমদ। উক্ত সভা পরিচালনা করেন স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহŸায়ক সাদিকুর রহমান সোহেল, ইমরান আহমদ।

উপস্থিত ছিলেন, আমিন হোসাইন, ইকবাল আহমদ, সোহেল আহমদ, সাজ্জাদ হোসেন, সামছুর রহমান, সুহেদ চৌধুরী, শাহজাহান মিয়া, ছানা মিয়া, মাহফুজ করিম, এখলাছুর রহমান আব্বাস, জাকির হোসাইন, বদরুল ইসলাম, খুর্শেদ আলম, মিসবাহ উদ্দিন, আব্দুল জলিল ছাড়াও জাতীয় পার্টি, স্বেচ্ছাসেবক পার্টি আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।