ডাকাতির ভয়ে সোনাতলায় ৩ গ্রামের বাসিন্দাদের সভা

 

ডেস্ক রিপোর্ট :

সিলেট সদর উপজেলার কান্দিরগাঁও ইউনিয়নের সোনাতলার হাজী ইন্তাজ আলীর বাড়িতে ডাকাতদের ভয়ে সোনাতলা, ডন্ডারচক পূর্বপাড়া ও লামারগাঁও গ্রামবাসীর উদ্যোগে এক আলোচনা সভা গত ৫ মে শনিবার রাতে অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট মুরব্বী মোঃ নিয়ামত উল্লাহর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, এলাকার ব্যবসায়ী ও বিত্তবানদের বাড়িতে ডাকাতদের হানা প্রতিরোধ করতে সকলের সহযোগিতা প্রয়োজন। এ ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযেগিতাও প্রয়োজন।

সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী হাজী কাঞ্চন মিয়া, সমছু মিয়া, সাবেক মেম্বার তরিক উল্লাহ, হাসিম আলী, নুরে আলা জামে মসজিদের মুতাওয়াল্লী হারুন মিয়া, কোষাধ্যক্ষ হাজী কলন্দর মিয়া, আব্দুস সাত্তার, মরম আলী, সরকুম আলী, রহিম উদ্দিন, হাজী ইন্তাজ আলী, হাজী রহমত আলী, আলী হোসেন, হরমান আলী, মেহের বক্স, আফতাবুল মিয়া, গেদা মিয়া, লাল মিয়া, আলাউদ্দিন, খালেদ আহমদ প্রমুখ।