এপেক্স ক্লাব অব সিলেট এর ৫১তম পালা বদল অনুষ্ঠান

 

ডেস্ক রিপোর্ট :

তত্ত¡াবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অবঃ) ডা. এ মালিক বলেছেন, মানবতার কল্যাণ সাধন করা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। সুশিক্ষিত জাতি আল্লাহর এক নেয়ামত। ধর্মান্ধতা যাতে আমাদের সন্তানদেরকে না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
তিনি গত ৫ মে রাতে নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে এপেক্স ক্লাব অব সিলেট এর ৫১তম পালা বদল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
এপেক্স ক্লাব অব সিলেট এর ৫১তম পালাবদল অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান পিডিজি-৪ এপেক্সিয়ান আব্দুর রউফ পহেলের সঞ্চালনায শুরু হওয়া পালাবদল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত ক্লাব প্রেসিডেন্ট এপেক্সিয়ান তাহেদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান সৈয়দ মোয়াজ্জেম হোসেন সেবুল, জাতীয় সহ-সভাপতি এপেক্সিয়ান এম.এ কাইয়ুম চৌধুরী। সম্মানীত অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গর্ভনর এপেক্সিয়ান এডভোকেট আব্দুল খালিক, লাইফ গভর্নর এপেক্সিয়ান এডভোকেট এ.কে.এম শমিউল আলম, পি.এন.পি এপেক্সিয়ান রমিজ উদ্দিন, পি.এন.পি এপেক্সিয়ান চন্দন দাশ, এন.এস.ডি এপেক্সিয়ান জাহাঙ্গীর আলম খোরশেদ, জেলা গভর্নর-৪ এপেক্সিয়ান এডভোকেট মাসুম আহমদ, জেলা গভর্নর-২ এপেক্সিয়ান আলী হোসেন, আইপিডিজি এপেক্সিয়ান এডভোকেট মিসবাহুর রহমান আলম, দৈনিক সিলেট সংলাপ এর সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ ফয়জুর রহমান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের পাবলিসিটি সেক্রেটারী আবু তালেব মুরাদ, বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাঃ বদিউজ্জামান, আশরাফুন্নেছা মালিক, লাইফ মেম্বার এপেক্সিয়ান আব্দুস শাকুর, এপেক্সিয়ান আব্দুল হান্নান, এপেক্সিয়ান এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এপেক্সিয়ান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, এন.ও এপেক্সিয়ান এমদাদুর রহমান, এন.ও এপেক্সিয়ান হেমন্ত চন্দ্র পাল, এন.ও এপেক্সিয়ান মইনুল ইসলাম খান শায়েখ, এন.ও এপেক্সিয়ান রামেন্দ্র কুমার সিনহা, এন.ও এপেক্সিয়ান জি.ডি রুমু, এপেক্সিয়ান ইফতেখার মনি, এপেক্সিয়ান জয়ন্ত চন্দ্র ধর, এপেক্সিয়ান বাবুল মিয়া, এপেক্সিয়ান নাজমুল হুদা, এপেক্সিয়ান এডভোকেট আব্দুল খালিক, এপেক্সিয়ান মাহবুবুর রহমান এরশাদ, এপেক্সিয়ান মিলন আহমদ, এপেক্সিয়ান শেখ জাহেদুর রহমান মাসুম, এপেক্সিয়ান রাকিব আলী খান, এপেক্সিয়ান এডভোকেট জালাল উদ্দিন, এপেক্সিয়ান এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এপেক্সিয়ান এডভোকেট শফিকুল ইসলাম, এপেক্সিয়ান আহমদ সুলেমান, এপেক্সিয়ান মাহবুবুর রহমান রুহেল, এপেক্সিয়ান আব্দুর রহিম, এপেক্সিয়ান আকরাম আল সাহান, এপেক্সিয়ান সৌরভ আহমদ, এপেক্সিয়ান আশীষ রায়, এপেক্সিয়ান ইউনুস কবির, এপেক্সিয়ান রিয়াদ মাসুদুল হাসান, এপেক্সিয়ান সৈয়দ আহলান, এপেক্সিয়ান সেলিম আহমদ, এপেক্সিয়ান এডভোকেট ওয়াহিদুর রহমান বকুল, এপেক্সিয়ান রাজিবুর রহমান, এপেক্সিয়ান আবুল কালাম চৌধুরী, এপেক্সিয়ান আনছার আলী, এপেক্সিয়ান মোঃ তাওহীদ আহমদ।

শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন এপেক্সিয়ান আহমদ সুলেমান। ২০১৮ সালের নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান জেলা গভর্নর-৪ এপেক্সিয়ান এডভোকেট মাসুম আহমদ। ধন্যবাদ বক্তব্য রাখেন এপেক্সিয়ান এমদাদুর রহমান। এপেক্স ক্লাব অব সিলেটের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিগেডিয়ার (অবঃ) ডা. এ মালিককে সম্মাননা স্মারক প্রদান করেন জাতীয় সভাপতি এপেক্সিয়ান সৈয়দ মোয়াজ্জেম হোসেন সেবুল।