অসুস্থ সাব্বির হাসানের চিকিৎসার জন্য এলিভেট ফোরামের ভালোবাসা

 

ডেস্ক রিপোর্ট :
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের ইলেক্ট্রিশিয়ান মোঃ পহিরুল ইসলামের ২ বছরের পুত্র সাব্বির হাসানের চিকিৎসার জন্য সংগ্রহ করা অনুদান আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছে এলিভেট ফোরাম।

রোববার বিকেলে সিলেটের দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে ছাত্র-ছাত্রীদের কল্যাণে কাজ করা সংস্থা এলিভেট ফোরাম চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠানে সাব্বির হাসানের বাবার হাতে ৪০ হাজার ৪’শ টাকা তুলে দেওয়া হয়। সাব্বির হাসানের বাবার হাতে অনুদান তুলে দেন প্রধান অতিথি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সম্পাদক ও কবি এডভোকেট আব্দুল মুকিত অপি।

এলিভেট ফোরামের সভাপতি শাহ আলম ভূইয়ার সভাপতিত্বে ও সহ সভাপতি ইমরান ইমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এলিভেট ফোরামের উপদেষ্টা এস এম সাব্বির আমিন তাহমিদ, উপদেষ্টা মিনহাজ ফয়সল, বিশিষ্ট সমাজসেবক এস এম শওকত আমিন তৌহিদ, শাল­া প্রেসক্লাব সভাপতি জয়ন্ত সেন, বিশিষ্ট ছড়াকার সাংবাদিক দেবব্রত রায় দিপন, শাবিপ্রবি প্রকৌশল দপ্তরের সুপারভাইজার শিহাব উদ্দিন চৌধুরী এবং বিশিষ্ট ছড়াকার অজিত রায় ভজন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক হোসাইন জাকির।

উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সাধারণ সম্পাদক শারমিন আক্তার তান্নি, সাংগঠনের সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক সুজন বাবু দাস, কোষাধ্যক্ষ ফাহিমা আক্তার লিমা, প্রচার সম্পাদক অর্নিশ দত্ত বিশাল, অনুষ্ঠান সম্পাদক ওবায়দুল­াহ আহমেদ রনি, সমাজকল্যাণ সম্পাদক রাকিব আহমেদ, সহ সমাজকল্যাণ সম্পাদক লিনা আক্তার এলিন, রিপা আক্তার, রুনা আক্তার, রনি আহমেদ, সোনিয়া, নাঈম, রাতুল চৌধুরী, সোহেল, জিহাদ, রাহিম, মিজান, সাইফ প্রমুখ।